নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকার প্রার্থী এড. মুস্তফা লুৎফুল্লাহকে সমর্থন জানিয়ে সরে দাড়ালেন জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ দিদার বখ্ত। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সৈয়দ দিদার বখ্ত সরে দাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে দিদার বখত বলেন, মহাজোটের বৃহত্তর স্বার্থে আমি মজাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ সমর্থন দিয়ে আগামিকাল অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা রাশেদ খান মেননের মাধ্যমে তার কাছে পৌঁছানোর পর তিনি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নিচ্ছেন। এর আগে তিনি তার দলের প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদের সাথেও আলাপ করেছেন। সংবাদ সম্মেলনে সাতক্ষীরা ১ আসনের মহাজোট প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির সাতক্ষীরা জেলা সভাপতি শেখ আজাহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুসহ মহাজোটের বিভিন্ন শরিক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য: ১০ ডিসেম্বর নৌকার প্রার্থী হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহর নাম ঘোষণা করেন। এরপর জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন জমা দেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত। এর প্রেক্ষিতে তিনি প্রচার প্রচারণায় অংশ গ্রহণ করেন।