নিজস্ব প্রতিবেদক : তালা উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় এমপি রবি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। যারা নিজের জীবন বাজি রেখে দেশ মাতৃকার টানে দেশকে শক্রমুক্ত করতে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাদের ঋণ কোন কিছুর বিনিময়ে শোধ হবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সেদিন এই মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করতে অনেকে জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছেন। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি করতে তাদের সম্মানী ভাতা বৃদ্ধি করেছে। যেন কোন ভূয়া মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত হতে না পারে। এ জন্য সঠিক যাচাই বাছাই করার লক্ষ্যে সরকার নতুনভাবে এ উদ্যোগ গ্রহণ করেছে। তালা উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে অনলাইনে ৪শ’৪১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৫৬টির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গতকাল তালা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ আহমেদসহ ঐ এলাকার মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গ।
পূর্ববর্তী পোস্ট