অনলাইন ডেস্ক: ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শেখ হাসিনাকে বিশ্ব নেতাদের অভিনন্দনের ধারাবাহিকতায় সোনিয়া গান্ধী এই অভিনন্দন জানালেন।
এর আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ নেতারা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জাতীয় নির্বাচনে জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। অভিনন্দন জানান, বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচনের আয়োজন করা হয়। তফসিলের পর একটি এবং নির্বাচনের পর একটি আসনের ফল স্থগিত থাকায় ২৯৮ জন সংসদ সদস্যকে নির্বাচিত ঘোষণা করে তফসিল গেজেট প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে আওয়ামী লীগ নির্বাচনে ২৬৫টি আসন লাভ করে। আর মহাজোটগতভাবে তারা ২৮৯ আসনে জয়লাভ করে। বিরোধী ঐক্যফ্রন্টের প্রার্থীরা জয়লাভ করে ৭টি আসনে। স্বতন্ত্র প্রার্থীরা পায় বাকি আসন।