নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে হারুনার রশিদ নামের এক দলিল লেখকের বাক্স থেকে রেজিষ্ট্রার ও বিভিন্ন সাব-রেজিস্ট্রারদের নামের ৯ টি জাল সিল উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে জেলা রেজিস্ট্রার এর পক্ষ থেকে এ সিলগুলো উদ্ধার করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। একই সাথে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে দলিল লেখক হারুনার রশিদকে। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, দলিল লেখক হারুনার রশিদ রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের নামের সিল বিভিন্ন কাগজ পত্রে মেরে তাতে জাল স্বাক্ষর করে বিভিন্ন সময় বিভিন্ন জাল-জালিয়াতি কাজ করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা রেজিস্ট্রার মুন্সি রুহুল ইসলাম নিজেই সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় দলিল লেখক হারুনার রশিদের বাক্স থেকে উক্ত ৯ টি সিল উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্র্রার লুৎফর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাল-জালিয়াতির আশ্রয় গ্রহণ করায় এবং রেজিস্ট্রি আইনের ৮০/২ ধারা পরিপন্থী কাজ করায় দলিল লেখক হারুনার রশিদকে যার লাইসেন্স নাম্বার-১৭/২০১০ সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট