নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৫দিন ব্যাপী শীতকালীন গ্রামীণ মেলা-২০১৭ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা অফিসার্স ক্লাবের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন সদর-০২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য টিকিয়ে রাখতে এ ধরনের মেলার প্রয়োজনীয়তা আছে। গ্রাম বাংলার চিরায়িত প্রথা শীতকালীন পিঠা উৎসব, খেজুরের রসের গুড়. রসের পিঠা পায়েসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী আজ হারিয়ে যেতে বসেছে। এ জন্য আয়োজক জেলা অফিসার্স ক্লাবকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফসানা কাওসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত, মঈনুল ইসলাম, মোশারেফ হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন মোল্যা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, এনডিসি মো. আবু সাঈদ, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ব্যাংকার শেখ আজিজুল হক, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন, ব্যাংকার আক্তারুজ্জামান কাজল ও মেলার চেয়ারম্যান মানিক শিকদার প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট