নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌর কাউন্সিলরদের বৈষম্যমূলক, অসম্মানজনক মাসিক সম্মানীভাতা বৃদ্ধির দাবিতে প্রতিবাদে মানববন্ধব কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা পৌরসভার সামনে পৌর কাউন্সিলররা এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মো.আব্দুস সেলিম, সৈয়দ মাহমুদ পাপা, শেখ আব্দুস সেলিম, কাজী ফিরোজ হাসান, মো, শাহিনুর রহমান, মো. শহিদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মো. শফিকুল আলম বাবু, শেখ শফিক উদ দৌলা সাগর, ফারহাদীবা খান সাথী প্রমুখ। মানববন্ধব কর্মসুচিতে বক্তারা বলেন, গত ১১ জানুয়ারি বিভিন্ন জাতীয় পত্রিকায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের মাসিক সম্মানীভাতা ধার্য করা হয়েছে। তার মধ্যে পৌর কাউন্সিলরদের মাসিক সম্মানীভাতা সর্বনি¤œ ৮ হাজার টাকা ধার্য করা হয়েছে। যা আমাদের জন্য বৈষম্যমূলক, অসম্মানজনক মাসিক সম্মানীভাতা। যেখানে সিটি মেয়রদের সম্মানীভাতা মাসিক ৮৫ হাজার টাকা এবং কাউন্সিলরদের ৩৫ হাজার টাকা ধার্য করা হয়েছে। এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যানের সম্মানীভাতা ৫৪ হাজার টাকা, মেম্বারদের ৩৫ হাজার টাকা এবং উপজেলা চেয়ারম্যানদের মাসিক সম্মানীভাতা ৪০ হাজার টাকা, ভাইস চেয়ারম্যানদের মাসিক সম্মানীভাতা ২৭ হাজার টাকা এবং পৌর মেয়রদের মাসিক সম্মানীভাতা ৩৮ হাজার টাকা। সেখানে পৌর কাউন্সিলরদের মাসিক সম্মানীভাতা সর্বনি¤œ ৮ হাজার টাকা ধার্য করা হয়েছে। যা আমাদের জন্য বৈষম্যমূলক, অসম্মানজনক মাসিক সম্মানীভাতা।
পূর্ববর্তী পোস্ট