মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা -২০১৭ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা শিশু একাডেমীর আয়োজনে দিনভর শহরের পিটি আই প্রাঙ্গণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৭১টি বিষয়ে ৪শ’ ৯৭ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়। জেলা পর্যায় থেকে বিজয়ী ৭১ জন প্রতিযোগী আগামী ৩ ফেব্রুয়ারি অঞ্চল পর্যায়ে যশোর জেলায় অংশগ্রহণ করবে। সকল বিষয়ে অংশগ্রহণকারী বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল। বিচারকের দায়িত্ব পালন করেন সংগীত শিক্ষক মো. শহিদুল ইসলাম, আবু আফফান রোজ বাবু, শামীমা পারভীন রতœা, শেখ মুসফিকুর রহমান মিল্টন, এম. এ জলিল, আব্দুস সবুর, মোস্তাক আহম্মেদ, বরুণ ব্যানার্জী, শংকর কুমার রায় প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমীর লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম ও নাসির উদ্দিন প্রমুখ। পরবর্তীতে জেলা প্রশাসক বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করবেন বলে জানিয়েছেন শিশু একাডেমী কর্তৃপক্ষ।
পূর্ববর্তী পোস্ট