দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনি বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। মঙ্গলবার সকাল থেকে নওয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মনিরুজ্জামান মনি নিজেকে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দিয়ে উপজেলার নওয়াপাড়া, গাজীরহাট, হাদিপুর, নাংলা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় মনিরুজ্জামান মনি জানান, আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে আমি মাঠে নেমেছি। আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে জয়ী হয়ে সর্বস্থরের মানুষের পাশে দাড়িয়ে এলাকার উন্নয়ন করব।
পূর্ববর্তী পোস্ট