বিদেশের খবর: সাংবাদিক জামাল খাশোগি হত্যায় জড়িত প্রধান সন্দেহভাজন সৌদ আল-কাহতানির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় আছেন সেই বিষয়ে কোনো কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
কাহতানি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শীর্ষ সহযোগী ছিলেন। গত বছরের ২ অক্টোবর তুরস্কে সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যার পর কাহতানিকে চাকরীচ্যুত করা হয়। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, গত নভেম্বরে সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছিল, কাহতানিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা আছে।
সৌদি প্রসিকিউটরও জানিয়েছিলেন, কাহতানি খাশোগি হত্যায় মূল ভূমিকা পালন করেছিলেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ১৭ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যাদের মধ্যে কাহতানিও আছেন।-আল জাজিরা।