কে.এম রেজাউল করিম: দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ আগামী ১৯ জানুয়ারী উদযাপন করা হবে। উক্ত অনুষ্ঠানকে সুন্দর ও ঐতিহ্যবাহী করার লক্ষ্যে শতবর্ষ উদযাপন কমিটির শেষ সভা বুধবার সকাল সাড়ে ১০ টায় স্কুলের ডিজিটাল ল্যাঙ্গুয়েজ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক কাজী আব্দুল মজিদ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঘোষ, সাবেক শিক্ষক মোয়াজ্জেম হোসেন, কমিটির অর্থ সম্পাদক ডাঃ দেবপ্রসাদ মন্ডল, কমিটির সিনিয়র সহ-সভাপতি ডাঃ আব্দুল লতিফ, সাধারন সম্পাদক আনোয়ারুল হক, যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল হক লাভলু, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রচার উপ-কমিটির আহবায়ক সাংবাদিক আর.কে.বাপ্পা, প্রকাশনা উপ-কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক রওশন আলী, অর্থ উপ-কমিটির সদস্য শিক্ষক সিদ্দিক আহমেদ মিঠু, খাদ্য উপ-কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক জাফর ইকবাল, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ। সভায় আগামী ১৯ জানুয়ারী শতবর্ষ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটির কর্মকান্ড পর্যালোচনা সহ অনুষ্ঠানকে সকাল থেকে রাত পর্যন্ত সকল কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়নে সকল সদস্যকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানানো হয়। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য উদযাপন কমিটির ওয়েবসাইট-www.debhatabbmpcent.org এবং ফেসবুক পেইজ- Debhata Bbmp Century Celebration তে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট