কালিগঞ্জ প্রতিনিধিঃ-সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় পারিবারিক কবরস্থানে মৃত্যুর ৪২ দিন পরে দাফন সম্পন্ন হয়েছে সৌদি প্রবাসী সাঈদ হোসেনের। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের আব্দুল বারী মোড়লের পুত্র।
সাইদ হোসেন মোড়ল সৌদি আরবে কর্মরত( রাজমিস্ত্রী) ছিল। ৪২ দিন পুর্বে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে কর্মস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেই থেকে নানান নিয়ম কানুন শেষে ১০ জানুয়ারী তার লাশ দেশে পৌছে। ১১ জানুয়ারি ভোরে শোকে মৃয়মান পরিবারের মাঝে কফিনে ভরে চরে আসে সাইদ মোড়ল। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৪০ বছর। দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ২০১৬ সালে বাড়ী থেকে সৌদি আরবে পাড়ি দিয়েছিলো পরিবারের সদস্যদের নিয়ে একটু ভালভাবে জীবিকা নির্বাহ করতে। কিন্তু সকল ছেড়ে লাশ হয়ে ফিরতে হয়েছে তাকে। পরিবারের সদস্যরা জানান, সেখানে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছে সাইদ। শুক্রবার (১১ জানুয়ারি) জুম্মাবাদ সাইদ মোড়লের জানাযা ‘র নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। তার এ করুন মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন সহ এলাকাবাসী শোকাহত।
কালিগঞ্জে সৌদি প্রবাসীর লাশ মৃত্যুর ৪২ দিন পরে দাফন
পূর্ববর্তী পোস্ট