বিদেশের খবর: এবার লোকসভা ভোটে ‘গুরু’ আর ‘চেলা’র ঘুম একই সঙ্গে ছুটিয়ে দেবেন বলে জানালেন বহুজন সমাজ পার্টি (বসপা) নেত্রী মায়াবতী।
আসন্ন লোকসভা ভোটে উত্তরপ্রদেশে এক সময়ের ‘শত্রু’ সমাজবাদী পার্টির (সপা) সঙ্গে জোট গড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। লক্ষ্য একটাই- ক্ষমতাসীন বিজেপিকে গদিচ্যুত করা। আলাদা আলাদা না লড়ে একসঙ্গে লড়াই চালাতেই নতুন এ জোট। তবে প্রধান বিরোধী দল কংগ্রেস নেই এ জোটে।
শনিবারের ওই ঘোষণায় মায়াবতী বলেন, ‘গুরু নরেন্দ্র মোদি আর চেলা অমিত শাহের ঘুম ছোটাতেই আমরা এ ঐতিহাসিক ঘোষণা করলাম। ১৯৯৩ সালে উত্তরপ্রদেশে জোট বেঁধেছিল সপা এবং বসপা। তখন উত্তরপ্রদেশে সরকার গড়েছিল এ জোট। সেই জোটের নেতৃত্বে ছিলেন কাঁসিরাম ও মুলায়ম সিংহ যাদব।
এবার আমরা যে জোট গড়লাম, তা মোদি-শাহের ঘুম ছোটাবে। কারণ এ জোট সমাজের গরিষ্ঠ অংশের মানুষের জোট। উত্তরপ্রদেশের দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জোট।’ সপা নেতা অখিলেশ যাদব বলেন, ‘মায়াবতীর অসম্মান মানেই আমার অসম্মান।’ নতুন এ জোটকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। খবর এনডিটিভির।
লখনউয়ে এ দিন বেলা ১২টায় শুরু হয় মায়াবতী ও অখিলেশ সিংহ যাদবের যৌথ সংবাদ সম্মেলন। কথা শুরু করেন মায়াবতী। বসপা নেত্রী বলেন, ‘আজকের মোদি সরকার অহঙ্কারি। তাই তাদের হারতে হবেই। সামনের লোকসভা ভোটে সপা এবং বসপা জোট বেঁধে লড়বে। আর সেটা হলে বিজেপিকে হারানো যাবে অনায়াসেই। তাই আমজনতার কথা মাথায় রেখেই এ জোট গড়ে তোলা হল।’
এ দিন সাংবাদিক সম্মেলনে মায়াবতীর দাবি, সপা-বসপা জোট উত্তরপ্রদেশে একটি ভোটও বিজেপির দিকে যেতে দেবে না। কোনো আসনে জিততে হলে ইভিএমে কারচুপি করতে হবে বিজেপিকে। তিনি জানান, রাজ্যের মোট ৮০টি লোকসভা আসনে কে কোথায় লড়বেন, তা চূড়ান্ত হয়ে গেছে। অমেথি আর রায়বরেলী আসনে কোনো প্রার্থী দেবে না জোট। রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর ওই দুটি আসন ছাড়া আর দুটি আসন ছোট শরিকদের ছেড়ে দেবে সপা-বসপা জোট। বাকি ৭৬টি আসনে জোটের দুই শরিক বসপা এবং সপা ৩৮টি করে আসনে প্রার্থী দাঁড় করাবে।
কেন কংগ্রেসকে নেয়া হল না এই জোটে, এ দিন তার কারণ জানাতে গিয়ে মায়াবতী বলেন, ‘কেন্দ্রে বিজেপি আর কংগ্রেস, একই মুদ্রার এ-পিঠ আর ও-পিঠ। ওই দুই সরকারের আমলেই প্রচুর দুর্নীতি হয়েছে।