আশাশুনি ব্যুরো: পুলিশ সেবা সপ্তাহ”-২০১৯ উপলক্ষ্যে আশাশুনি থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের সভাপতিত্বে থানা চত্ত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ইলতুৎ মিশ। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নীল কন্ঠ সোম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, আবু হেনা শাকিল, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, প্রভাষক ম. মোনায়েম হোসেন প্রমুখ। প্রধান অতিথি এসম তার বক্তব্যে বলেন জেলায় বিট পুলিশিং আরো জোদার করা হবে। পুলিশ সেবা সপ্তাহর অংশ হিসেবে মাদক নিমূল, জঙ্গিবাদ রোধ, যানজটরোধ, ট্রাফিক সচেতনতা বৃদ্ধিসহ সকল পুলিশিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আশাশুনির ধান্যহাটি গ্রামের রশিদ সরদারের স্ত্রী সুদে মহাজন নাজনা বেগমের নামে নিয়মিত মামলা নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। শুধু নাজমা নয় আশাশুনির কোথাও চড়া সুদের কারবার চলবে না। ওপেন হাউজ ডে তে পুলিশের বিরুদ্ধে সাধারন মানুষে হয়রানির কথা তুলে ধরতে বলা হলেও উপস্থিত সকলে তাদের বক্তব্যে ওসি বিপ্লব কুমার নাথ ও জেলা পুলিশ সুপারের প্রশংসা লক্ষ্য করা গেছে। এসময় ওপেন হাউজ ডে তে উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট