নিজস্ব প্রতিবেদক ঃ স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনাসরিষা-১০ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে তালা উপজেলার নগরঘাটা গ্রামের ঈদগাহ মাঠে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরা’র আয়োজনে ও পরিবর্তিত আবহাওয়া উপযোগি বিভিন্ন ফসল ও ফলের জাত উন্নয়ন কর্মসূচীর অর্থায়ণে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আরাফাত তপু’র সভাপতিত্বে স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনাসরিষা-১০ এর মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ^াস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের পরিদর্শণ কর্মকর্তা শেখ আনছার আলী, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুজ্জামান প্রমুখ।
নগরঘাটায় উচ্চ ফলনশীল বিনাসরিষা-১০ এর মাঠ দিবস
পূর্ববর্তী পোস্ট