বিদেশের খবর: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ কঠোর ভাষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। সন্ত্রাসবাদে মদদ দেয়ার জন্য তেহরানকে ট্রাম্প অভিযুক্ত করার পর জারিফ এ সমালোচনা করেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সমস্ত কসাই ও স্বৈরশাসকদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা নিজেই।
জাওয়াদ জারিফ তার টুইটার পেইজে বুধবার এসব কথা বলেছেন। তিনি বলেন, মার্কিন চাপ সত্ত্বেও ইহুদি সম্প্রদায়সহ ইরানের সমস্ত জনগণ ইসলামি বিপ্লব বিজয়ের ৪০তম বার্ষিকী উদযাপন করছে। ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প আমাদের বিরুদ্ধে এ অভিযোগ করলেন।
বিপ্লবের আগে ইরানের স্বৈরশাসক মোহাম্মাদ রেজাকেও সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্র। জাওয়াদ জারিফ আরও বলেন, কয়েক দশক ধরে আমেরিকা ইরানের বিরুদ্ধে শত্রুতার নীতি অনুসরণ করছে যার কারণে ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যের স্বৈরশাসক, কসাই এবং উগ্রবাদী সরকারগুলোকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিতে হচ্ছে।
গতরাতে স্টেট অব দ্যা ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য অভিযুক্ত করেন।