ধুলিহর প্রতিনিধি : সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুলে বৃহস্পতিবার দিনভর পিস কনসোটিয়াম প্রকল্পের সামাজিক সংহতি, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রচারাভিযান উপলক্ষে ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্রীড়া, সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্র মোঃ মোনায়েম হোসেন ও গীতা পাঠ করেন দশম শ্রেণির ছাত্র তমাল কৃষ্ণ অধিকারী। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এস,এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নূর হোসেন (সজল)। বিশেষ অতিথি ছিলেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শেখ আব্দুল আহাদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আরশাদ আলী, সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান, শিক্ষক প্রফুল্ল চন্দ্র বিশ্বাস, মোঃ মুস্তাফিজুর রহমান, অভিভাবক সদস্য তপন কুমার ঘোষ, পারভীন আক্তার, অগ্রগতি সংস্থার পিস কনসোর্টিয়াম’র প্রকল্প সমন্বয়কারী মৃনাল কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানের সবশেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুল হোসেন।
পূর্ববর্তী পোস্ট