নিজস্ব প্রতিবেদক :
ডাঙ্গা জমি বিলান দেখিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে রেজিষ্ট্রি করলেন সদর সাব রেজিষ্ট্রির রফিকুল আলম। অথচ যোগদান করার পর তিনি নিজেকে একজন সৎ কর্মকর্তা হিসেবে বিভিন্ন কৌশলে সকলের সামনে উপস্থাপন করেছেন। কিন্তু সততার আড়ালে জেলা রেজিষ্ট্রার মুন্সিরুহুল ইসলামের মদদে মোটা অংকের অর্থের তছরূপের উদ্দেশ্যে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এধরনের অনিয়ম দুর্নীতি করে যাচ্ছেন জেলা ও সাব রেজিস্ট্রার।
রেজিষ্ট্রি অফিস সূত্রে জানাগেছে গত ২৮ জানুয়ারি’১৯ তারিখে ৭৬৫ নং একটি দলিল রেজিষ্ট্রি করেছেন সদর সাব রেজিষ্ট্রার রফিকুল আলম। যার এস এ – ২৮৬৭ নং খতিয়ান, এস এ দাগ নং- ৩৯৩০, শ্রেণি লেখা ডাঙ্গা, হাল দাগে ৪৫৩৪, শ্রেণি লেখা ডুবা, ৪২৮৫ দাগে শ্রেণি লেখা কবর স্থান, ৪২৮৬ দাগে শ্রেণি লেখা বাড়ি। যার বর্তমান ডিপি ১৬৯৮ নং খতিয়ান। অথচ ওই সম্পত্তি বিলান দেখিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে রেজিষ্ট্রি করেছেন সদর সাব রেজিষ্ট্রার রফিকুল আলম। রেজিষ্ট্রি করার পর ওই টাকা জেলা এবং সাব রেজিষ্ট্রার মিলে ভাগবাটোয়ারা করেছেন বলেন রেজিষ্ট্রি অফিসসূত্র জানিয়েছে।
এবিষয়ে যোগাযোগ করার জন্য সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রার রফিকুল আলমের ব্যবহৃত মোবাইল ফোনে মঙ্গলবার বেলা ১১টা ৮ মিনিটে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তা সম্ভব হয়নি।
সাতক্ষীরায় ডাঙ্গা জমি বিলান দেখিয়ে রেজিষ্ট্রি করার অভিযোগ সাব রেজিষ্ট্রারের বিরুদ্ধে
পূর্ববর্তী পোস্ট