নেদারল্যান্ড সরকারের অর্থায়নে আন্তর্জাতিক সংস্থা সিমাভীর নেতৃত্বে বাংলাদেশের ওয়াশ এ্যালায়েন্স এর মাধ্যমে সহযোগী এনজিও উত্তরন, প্রাকটিক্যাল একশন এবং হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) পানি, স্যানিটেশন ও হাইজিন সম্পর্কিত প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় সাতক্ষীরা পৌরসভার হলরুমে বুধবার সকালে সচেতনতা বৃদ্ধির জন্য ও শহরব্যাপী ওয়াস পরিবেশ উন্নত করার লক্ষ্যে এমএসসিসি কমিটির ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সকল কাউন্সিলর, সচিব, বস্তী উন্নয়ন কর্মকর্তা, নারী প্রতিনিধি, প্রতিবন্ধী প্রতিনিধি সহ সুশীল সমাজের নাগরিকগণ সহ সরকারি বেসরকারি কর্মকর্তাগণ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ ওয়াস ফ্যাসিলিটেটর রেশমা পারভীন ও হোপ ফর দ্যা পুওরেষ্ট এর টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার এবং উত্তরণের প্রোজেক্ট অফিসার (টিএসএ) শেখ রুসায়েদ উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরা পৌরসভায় এমএসসিসি ওয়ার্কশপ
পূর্ববর্তী পোস্ট