নিজস্ব প্রতিবেদক : ১জুলাই ২০১৬ হতে সরকারি শিক্ষক- কর্মচারিদের অনুরুপ বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষক-কর্মচারিদের পাঁচ শতাংশ প্রবৃদ্ধি প্রদান, পূর্বের ন্যায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমবেতন স্কেলে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন স্কেল উন্নীত করণ, বৈশাখী ভাতা ও পাহাড়ী ভাতা প্রদানসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান মন্ত্রী, শিক্ষা মন্ত্রী এবং অর্থ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। রবিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দীন’র হাতে উক্ত স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: শফিউদ্দীন, শিক্ষক সংগঠনের উপদেষ্টা ইউনুছ আলী, সহ-সভাপতি রেজাউল করিম, আব্দুল আজিজ, আমান উল্লাহ, আব্দুল গণি,এনামুল হক, যুগ্ম সম্পাদক এম. ইদুজ্জামান ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক বিএম. শামসুল হক।
পূর্ববর্তী পোস্ট