গাজী আল ইমরান : রক্ত দিয়ে মায়ের ভাষার অধিকার আদায়ের মাস ফেব্রুয়ারি । ১৯৪৭ সালে দ্বি-জাতি তত্বের ভিত্তিতে পাকিস্তানের জন্মের পর থেকেই বঞ্চিতও শোষিত পূর্ব-পাকিস্তানের জনগোষ্ঠী নিজের ভাষায় কথা বলার জন্য ১৯৪৭ সাল থেকে যে সংগ্রাম শুরু করে তা বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে চূড়ান্ত রুপ লাভ করেছিল ১৯৫২ এর ২১ শে ফেব্রুয়ারি । অমর একুশের প্রথম প্রহরে ফুলে ফুলে ভরে যায় শ্যামনগর কেন্দ্রীয় শহিদ মিনার। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান সাংসদ এস, এম জগলুল হায়দারের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উজেলা পরিষদের পক্ষে এস,এম মহসিন উল মুলক উপজেলা চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত ), উপজেলা প্রশাসনের পক্ষে আবু সায়েদ মোঃ মনজুর আলমসহ কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা আওয়ায়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস, এম আতাউল হক দোলন। এর পর পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে দেবী রঞ্জন মন্ডল ও মুক্তিযোদ্ধাগণ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি রেজওয়ানুল আজাদ নিপুনসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ আওয়মীলীগের অন্যান্য সহযোগী সংগঠনসমূহ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও অন্যান্য সাংবাদিকবৃন্দ, উপজেলা জাতীয় পার্টির পক্ষে সচিব এ্যাডভোকেট আব্দুর রশিদ ও অন্যান্য নেতৃবৃন্দ, বি.এন.পি, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম, বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক, প্রতিবন্ধি কল্যান সমিতি, বাজার ব্যবস্থাপনা কমিটি ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষে এবং সর্বস্থরের জনতা শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।পুষ্প অর্পণ শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোহাদ্দেস মুফতি আব্দুল খালেক। মঙ্গলবার সকালে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতফেরিসহ খালি পায়ে শহিদ মিনারে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
পূর্ববর্তী পোস্ট