গাজী অাল ইমরান, শ্যামনগর : বুধবার বিকাল ৪ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা চত্তরে নকশীকাঁথার বাস্তবায়নে পরিবর্তনশীল জলবায়ুর সংঙ্গে খাপ খাওয়াইয়ে স্থানীয় সম্পদের সুষ্ঠ ব্যবহারের মাধ্যমে বিকল্প জীবনযাত্রার ব্যবস্থা করার লক্ষ্যে, অপশন প্রকল্পের আওতায় ভি এস ও বাংলাদেশেের সহায়তায় বিগ লটারী ফান্ড,ইউকে এর অর্থায়নে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। দুইদিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু সায়েদ মোঃ মনজুর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকশীকাঁথার সভাপতি শাহানা হামিদ। স্বাগত বক্তব্য রাখেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রীকা ব্যানার্জী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম মহসীন উল মূলক, উপজেলা কৃষি অফিসার জনাব আবুল হোসেন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারভীন ঝর্ণা,সদর ইউ,পি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু, রনজিৎ বর্মণ, মাস্টার নজরুল ইসলাম প্রমূখ। মেলায় মোট ১০ টি কৃষি পন্য সমৃদ্ধ স্টল ছিল। মেলায় কৃষি বিষয়ক জারী গান, ভিডিও প্রদর্শনী, ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
নকশীকাঁথার পরিচালক চন্দ্রীকা ব্যানার্জী জানান শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি দেওল ও খুটিকাটা এবং শ্যামনগর ইউনিয়নের জাওয়াখালি ও বেতাঙ্গী গ্রামের মোট ১০০০ পরিবার এই প্রকল্পের আওতায় এসেছে। নানামূখী উদ্দেশ্যেকে সামনে রেখে মোট বিশটি কর্মসূচির মাধ্যমে প্রকল্পটি কাজ করে যাচ্ছে।