বিএম আলাউদ্দীন : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফাকরাবাদ মৌজার ১০৭ নং দাগের খাস জমির তদন্ত সম্পন্ন হয়েছে। গত তিন বছর ধরে ফাকরাবাদ গ্রামের মৃত এরফান গাজীর পুত্র বারীক গাজী এবং একই গ্রামের মৃত মনির উদ্দীন বিশ্বাস এর পুত্র রজব আলী বিশ্বাস সরকারের রাজস্ব দিয়ে ডিসিআর করে আসছেন। কিন্তু জমিটি নিয়ে একই এলাকার কিছু লোক উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বড়দল ইউনিয়ন ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল সোমবার সকালে সরোজমিনে তদন্ত করেন। তদন্তকালে, সার্ভেয়ার হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আফসার গাজী, বিল্লাল গাজী, আবুল কালাম আজাদ, আজগার বিশ্বাস সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আশাশুনি উপজেলার বড়দলে খাস জমির তদন্ত সম্পন্ন
পূর্ববর্তী পোস্ট