অনলাইন ডেস্ক: কর্মীদের কাজে মনোনিবেশ বাড়াতে সুইডেনে কর্মক্ষেত্রে ‘সেক্স ব্রেক’ দেওয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির উত্তরাঞ্চলের একটি ছোট্ট শহর ওভারটর্নিয়ার এক কাউন্সিলর।
তার দাবি, এতে করে কর্মীরা চাঙ্গা হওয়ার পাশাপাশি দিন-রাত কাজের চাপে থাকার কারণে তলানিতে ঠেকা স্বামী-স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কও মজবুত হবে। কাজের ফাঁকে তারা ‘সেক্স ব্রেক’ নিয়ে বাড়িতে গিয়ে এক ঘণ্টা পর ঝরঝরে হয়ে কাজে ফিরতে পারবে।
সরকারের কাছে প্রস্তাবটি দিয়ে ৪২ বছর বয়সী কাউন্সিলর পের-এরিক মুসকোস বলেন, ‘বিভিন্ন গবেষণায় বারবারই এটি প্রমাণিত হয়েছে যে, যৌনতা স্বাস্থ্য ভাল রাখে। তাছাড়া, কাজের চাপে আজকাল পরিবারকে সময় দেওয়া বেশির ভাগ মানুষেরই হয়ে ওঠে না। ওইসব মানুষদের জন্যই এ প্রস্তাব। নিজেদের মধ্যে সম্পর্ক উন্নত করতে এ প্রস্তাব নিশ্চয়ই কাজে আসবে। ’
তার মতে, ‘প্রস্তাবটি পাস না হওয়ার কোনও কারণ নেই। কারণ, এই সুযোগ পেলে কর্মীদের বাড়ি ফেরার তাগিদ কমে যাবে। কেউ আর ছুটির ঘণ্টার জন্য মুখিয়ে থাকবে না।’