নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় আদালতের নির্দেশ অমান্য করে মোখলেছুর রহমান নামের এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলে নিয়েছে তার প্রতিপক্ষরা। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী মোখলেছুর রহমান। তিনি রাজারবাগান সুদুরডাঙ্গী এলাকার মৃত শামছুর রহমানের ছেলে।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সাতক্ষীরা মৌজায় সি.এস ৩৩ ও এস.এ ৩২ নং খতিয়ানে ৫৩৪ দাগে ১.৬৯ একর জমির মধ্যে .৩৭ একর জমি আমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। কিন্তু গত ২০১৭ সালে একই এলাকার আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, গোলাম মোস্তফা, ইউনুস আলীসহ কয়েকজন ব্যক্তি ওই সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। এঘনায় আমি ন্যায় বিচার চেয়ে ওই বছরের জানুয়ারি মাসে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। আদালত মামলাটি গ্রহণ করে কাগজপত্র পর্যালোচনা করে এবং তদন্ত পূর্বক ৪ মার্চ ২০১৯ তারিখে আদালতের বিজ্ঞ বিচারক ৩৭ শতক জমির মধ্যে ২৭ শতক জমি দ্বিতীয় পক্ষ অর্থ্যাৎ আনারুল ইসলাম গং দের প্রবেশাধিকার বারিত করেন ও বাকী ১০ শতক জমিতে উভয়পক্ষকে স্থিতিঅবস্থা বজায় রাখার জন্য এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার অফিসার ইনচার্জকে বলা হয়। এ আদেশ প্রাপ্তির পর সদর থানার এ.এস.আই (নিঃ) সাইফুল ইসলাম গত ০৭ মার্চ উভয়পক্ষকে নোটিশের মাধ্যমে তা জানিয়ে দেন। অথচ আদালতের সে নির্দেশ অমান্য করে গত ১১ মে তারা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দুপুর ১২টার দিকে আমাদের বাড়িতে অনাধিকার প্রবেশ করে বাড়িঘর ভাংচুর করে। তারা আমার প্রতিবন্ধী বোন তহমিনা খাতুন ও বৃদ্ধা মাতাকে বেধড়ক মারপিট করে এবং খুন জখমের হুমকি প্রদর্শন করে। এরপর তারা বাকী ১০ শতক জমিতে ইট বালি এনে দোকানঘর নির্মাণ শুরু করে। এ বিষয়ে আমরা পুলিশকে অবহিত করি। কিন্তু পুলিশ তাদের কাজ শেষ হওয়ার পর ঘটনাস্থলে পৌছায়। আমরা পরে জানতে পেরেছি তারা থানা পুলিশ ও জনপ্রতিনিধিসহ কয়েকজনকে ম্যানেজ করে অবৈধভাবে এ কাজ করেছে। এবিষয়ে আমার মা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও থানা পুলিশ এখনো পর্যন্ত অভিযোগটি আমলে নেননি। অথচ ওই সম্পত্তি নিয়ে সিভিল কোর্টে মামলা চলমান রয়েছে এবং আদালতের রায় আমাদের পক্ষে রয়েছে। এছাড়াও তারা ৫১১ দাগের আরো সাড়ে ২২ শতক জমি জোর পূর্বক ভোগ দখল করছে। সংবাদ সম্মেলনে তিনি অবৈধদখলদারদের হাত থেকে তার পৈত্রিক সম্পত্তি উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সাতক্ষীরার রাজারবাগান এলাকায় সম্পত্তি দখলের অভিযোগ
পূর্ববর্তী পোস্ট