রাজনীতির খবর: আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর সকল ইউনিটকে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সোমবার রাতে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্গত সকল সাংগঠনিক ইউনিটসমূহে পূর্ণাঙ্গ কমিটি নেই, সে সকল সাংগঠনিক ইউনিটকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো, অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, গত বছর ছাত্রলীগের ২৯তম সম্মেলনের প্রায় এক বছরের মাথায় ৩০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর সংগঠনের অন্য ইউনিটগুলোকে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হলো।