নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ৩দিন ব্যাপী মহাশ্বশ্নান কালি পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সদরের ঘোনা ইউনিয়নের ঘোনা, ছনকা ও বাঁকারঘোজ তিন গ্রামের যুব কমিটির আয়োজনে ঘোনা মহাশ্বশ্নান কালি মন্দির প্রাঙ্গনে ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় সাংসদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে নিরলসভাবে কাজ করে গেছেন। তারই সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাঙালী জাতির ভাগ্যোন্নয়নে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অক্লান্ত পরিশ্রম করে বাস্তবে রুপ দিয়েছেন। তাই বাংলাদেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজের পায়ে মাথা উঁচু করে দাড়িয়েছে। এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘোনা মহাশ্বশ্নান কালি মন্দির কমিটির সহ-সভাপতি বিমল কুমার পাল, সাধারণ সম্পাদক অশ্বিন কুমার মনাডল, ঘোনা ইউপি সদস্য ভৈরব চন্দ্র ঘোষ, স্বপন কুমার বিশ্বাস, আব্দুল করিম ও প্রদীপ কুমার মন্ডল প্রমুখ। অপর দিকে ঘোনা মহাশ্বশ্নান কালি মন্দির প্রাঙ্গনে আসার পথে সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ঐ এলাকায় নতুন পাকা রাস্তা নির্মান কাজ পরিদর্শণ ও ঐ এলাকার স্কুলের শিক্ষার্থীদের সাথে কিছু সময় ব্যয় করেন এবং তাদের পড়াশুনার খোজ খবর নেন।
পূর্ববর্তী পোস্ট