মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের শহিদ স্মৃতি ডিগ্রী কলেজের বার্ষিক প্রীতিভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ কার্যালয়ে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আলতাপ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম মোর্শেদ, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমান, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ওবায়দুল্লাহ গযনফর, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে, আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, শিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, কুশখালী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বাবু, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান প্রমুখ। এ সময় শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বার্ষিক প্রীতিভোজে মিলিত হন।
পূর্ববর্তী পোস্ট