সাহিত্য সংবাদ: চলতি বছর ম্যানবুকার পুরস্কার নিয়ে গেলেন ওমানি লেখিকা জোখা আলহারথি। উপন্যাসের নাম ‘সেলেস্টিয়াল বডিস’। এই প্রথম কোনো আরব দুনিয়ার লেখিকার হাতে তুলে দেওয়া হল ব্রিটেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সাহিত্য পুরস্কার।
ওমানে সামাজিক পরিবর্তনের সঙ্গে তিন বোন ও তাদের পরিবার কী করে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে, সেটাই ‘সেলেস্টিয়াল বডিস’ উপন্যাসের উপজীব্য।
জোখা আলহারথির পড়াশোনা ব্রিটেনের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। এর আগে তার আরও কিছু বই প্রকাশিত হয়েছে। তবে লেখিকা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি এই প্রথম। বিচারকেরা তার কল্পনাশক্তির পাশাপাশি কাহিনি বুননের চিত্তাকর্ষক শৈলীর প্রশংসা করেছেন।
পুরস্কৃত লেখিকার প্রতিক্রিয়া, ‘আরব সংস্কৃতির জন্য একটি জানালা খুলে গেল। এটা ভেবেই আমি রোমাঞ্চিত।’