সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা’র ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষাবর্ষের ১ম বর্ষ (সম্মান) ও একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সাতক্ষীরা সরকারি কলেজকে বর্ণিল সাজে সজ্জি¦ত করা হয়।
প্রতিদিনের মতো স্বাভাবিক নিয়মে সূর্যোদয় হলেও রোববার সকালের সূর্যোদয় ছিল সাতক্ষীরা সরকারি কলেজে নবীণ শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় সূর্যোদয়।
মঙ্গলবার সকাল ১০টায় যখন আস্তে আস্তে পৃথিবীতে আলো ছড়াচ্ছিল সূর্য, সাথে সাথে সাতক্ষীরা সরকারি কলেজের ক্যাম্পাসও মুখরিত হচ্ছিল নবীণদের পদচারণায়। কলেজ চত্বরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এ নবীণবরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। এসময় তিনি বলেন, ‘একটি দেশের সার্বিক উন্নতি নির্ভর করে সুশিক্ষিত জনগোষ্ঠীর ওপর। এর মূল ভিত্তি হল মানসম্মত যুগোপোযোগী শিক্ষা ব্যবস্থা। এ ক্ষেত্রে আধুনিক শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরাই ভবিষ্যত জাতির মেরদ-। সাতক্ষীরা সরকারি কলেজ এ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ। এ বিদ্যাপিঠের শিক্ষার্থীরা সুশিক্ষা অর্জন করে ব্যক্তি, দেশ ও জাতির কল্যাণে কাজ করছে। বর্তমান প্রতিযোগিতার বিশ্বে বাংলাদেশকে একটি মর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলতে জ্ঞান, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাতক্ষীরা সরকারি কলেজের কলেজের উপাধ্যক্ষ প্রফেসর দীনবন্ধু দেবনাথ, শিক্ষক পর্ষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, নবীণবরণ উদ্যাপন কমিটির আহবায়ক মহাদেব চন্দ্র সিংহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুকুমার দাস, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক আজকের সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত সম্পাদক ও ডেইলি সাতক্ষীরা’র সম্পাদক সাতক্ষীরা রিপোর্টর্স ইউনিটির সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, সহযোগী অধ্যাপক আমানুল্লাহ আল হাদী, সহকারী অধ্যাপক মো. জিয়াউর রহমান, কাজী আসাদুল ইসলাম, নীগার সুলতানা, প্রভাষক আবুল কালাম আজাদ, মোশাররফ হোসেন, আবু সাইদ, অরুনাংশু কুমার বিশ্বাস, মফিজুল ইসলামসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক গাউছার রেজা।
পূর্ববর্তী পোস্ট