আশাশুনি ব্যুরো: “উন্নয়নের গনতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র” শ্লোগানকে সামনে রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় কাদাকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ আঃ সালাম। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকারের সভাপতিত্বে এসময় আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ রমেছা খানম, কাকুলি রানী বাছাড়, শ্বাশ্বতী রাণী সরকার, ইউপি সদস্য শাহ গোলাম মোস্তফা, আইয়ূব আলি সরদার, গোপাল চন্দ্র সানা, রমজান আলী মোড়ল, ইউনিয়ন যুবলীগ সভাপতি আসিফ ইকবাল রিপন সহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় বাজেট আলোচনা পেশ করেন ইউপি সচিব মনজুরুল ইসলাম। এসময় ইউনিয়নের সার্বিক উন্নয়নে ইউনিয়নের নিজস্ব তহবিল সহ অন্যান্য তহবিল থেকে ২০১৯-২০ অর্থ বছরে ১ কোটি ৪১ লক্ষ ২৪ হাজার ৮৪৫ টাকার বাজেট ঘোষনা করা হয়।
কাদাকাটি ইউপির প্রকাশ্য বাজেট অধিবেশন
পূর্ববর্তী পোস্ট