নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের অফিস ভাংচুর করে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের সুশিলগাতীস্থ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের অফিসে। এসময় কোন কিছু বুঝে ওঠার আগেই দূর্বৃত্তরা স্থান ত্যাগ করে। এঘটনায় অত্র অফিসের চেয়ার, টেবিল,টিভি,পোষ্টার,ব্যানারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুন জ্বালাতে সন্ত্রাসীরা ডিজেল ব্যবহার করে বলে জানা গেছে।
দেবহাটা ৫ নং সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আরিফুর রহমান আরিফ জানান,মঙ্গলবার ভোরে আমার বাড়ির পাশের একজন প্রতিবেশি জানান,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের অফিসের চারিদিকে ধোয়ায় ভরে গেছে। লোক জন জড়ো হচ্ছে। প্রতিদিনের ন্যায় আমার ইউনিয়নের নেতা কর্মীরা এখানে বসে সময় কাটায়। মঙ্গলবার আনুমানিক ভোরে কে বা কারা শত্রুতামূলক ভাবে অফিসে আগুন দিয়েছে।
আমি রাজনৈতিক ভাবে এলাকার অনেকের থেকে এগিয়ে থাকার কারনে আমার রাজনৈতিক কিছু প্রতিপক্ষ আছে তারা এধরনের ঘটনা ঘটাতে পারে বলে জানান তিনি। তিনি আরো বলেন, সম্প্রতি সময়ে আমাকে বিভিন্ন ভাবে ফাঁসাতে ঐকুচক্রি মহল পুলিশ দিয়েও আমাকে হয়রানি করার চেষ্টা করেছে।
এব্যাপারে দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম খোকন সাংবাদিকদের জানান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনানুগ তদন্ত হবে। অভিযুক্তরা অবশ্যই চিহ্নিত হবে।
দেবহাটায় স্বেচ্ছাসেবকলীগ অফিসে আগুন দিলো দূর্বৃত্তরা
পূর্ববর্তী পোস্ট