দেবহাটা ব্যুরো : দেবহাটায় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব জামজমকভাবে অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবটি পালনের জন্য অধীর আগ্রহে বসে ছিলেন। প্রতিবছরের ন্যায় এবছরও দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী পাঠবাড়ি মন্দিরের আয়োজনে বৃহষ্পতিবার এই রথযাত্রা উৎসব পালন করা হয়েছে। এই উৎসবকে ঘিরে পাঠবাড়ি মন্দির সংলগ্ন স্থানে সকাল থেকে রং বেরংয়ের নানারকম মনোহরি দোকান, কসমেটিকস দোকান, হাড়ি পাতিলসহ বিভিন্ন গাছ গাছালীর দোকান বসে। বিকাল ৫ টায় আনুষ্ঠানিকভাবে রথযাত্রা উৎসব পালন করা হয়। পাঠবাড়ি মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। এসময় পাঠবাড়ি মন্দিরের ঠাকুর স্বপন গোস্বামী, রতন গোস্বামী, তপন গোস্বামী, সঞ্জয় গোস্বামী, গোবিন্দ গোস্বামী, গোপাল গোস্বামী, মন্দির কমিটির সভাপতি ডাঃ দেবপ্রসাদ মন্ডল, লক্ষী দত্ত, কর্নদেব কুমার, বলাই পাল, গৌর পাল প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ভক্তবৃন্দ একত্রিত হয়ে রথ টেনে দেবহাটা থেকে মাঘরী পর্যন্ত নিয়ে যান। সেখানে রথ রেখে আসেন। আগামী বৃহষ্পতিবার উল্টো রথযাত্রার মাধ্যমে রথ টেনে পুনরায় মন্দিরে নিয়ে আসা হবে বলে ভক্তবৃন্দ জানান।
দেবহাটায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব
পূর্ববর্তী পোস্ট