নলতা প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষে ১১ মার্চ শনিবার সকাল ১০টায় মিশন সম্মেলন কক্ষে অনুষ্ঠান বাস্তবায়নের মূল কমিটি ও বিভিন্ন সাব-কমিটির সদস্যদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নলতা হাইস্কুল শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বিদ্যালয়ের বর্তমান সভাপতি মো. আবু মাসুদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাক্তন ছাত্র ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মো. আব্দুল মোনায়েম। আরো উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, প্রাক্তন ছাত্র বাবু মনোরঞ্জন মূখার্জি, মুহাম্মদ ইউনুস, মুক্তিযোদ্ধা মো. আবু দাউদ, মো. মালেকুজ্জামান, মো. শহিদুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান মো. আনছার আলী, ডা. মো. নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ, আলহাজ্জ মো. আনিছুজ্জামান খোকন, আলহাজ্জ ডা. মো. আবুল কাশেম, আলহাজ্জ মো. এনামুল হক খোকন, মো.রফিকুল ইসলাম খোকন, আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন, সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
সভায় অনিবার্য কারণবশত: নলতা হাইস্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের পূর্বের তারিখ ২৪ ও ২৫ মার্চ পরিবর্তন হয়ে কিছু সুবিধা-অসুবিধা থাকা সত্ত্বেও সর্বসম্মতিক্রমে আগামী ৭ ও ৮ এপ্রিল রোজ শুক্র ও শনিবার শতবর্ষ অনুষ্ঠান বাস্তবায়নের নতুন তারিখ নির্ধারিত হয়েছে এবং রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩১ মার্চ। এছাড়া শতবর্ষ অনুষ্ঠান সংক্রান্ত নানা ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।