সাতক্ষীরা প্রতিনিধি : ‘আত্মকর্মী যুব শক্তি টেকসই উন্নয়নের মূল ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সংগঠক, আত্মকর্মী ও প্রশিক্ষণার্থীদের নিয়ে জেলা পর্যায়ে জঙ্গিবাদবিরোধী প্রচারণাসহ জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কনফারেন্স রুমে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ‘যুবরাই দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। যুবদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। আজকের যুবকরাই আগামী দিনে দেশের নেতৃত্ব প্রদান করবে। যুবরাই পারে সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখতে। আগামী দিনে দেশের স্বাধীনতাবিরোধী যে কোন অপশক্তির বিরুদ্ধে যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নব দিগন্তের নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। অপরদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১৫ দিন ব্যাপি ফ্রিল্যান্সিং/ আউটসোর্সিং কোর্সের উদ্বোধন করেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
পূর্ববর্তী পোস্ট