নিজস্ব প্রতিবেদন : স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জ ২য় তলায় স্বাচিপ সভাপতি অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান এর সভাপত্বিতে এবং স্বাচিপ মহা-সচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর পরিচালনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত (খসড়া) “চিকিৎসা সেবা আইন -২০১৬” বিষয়ে মতামত ও সুপারিশ প্রণয়নের নিমিত্তে গোল টেবিল বৈঠক বিকাল ৩ ঘঠিকায় অনুষ্ঠিত হয়। উক্ত গোল টেবিল বৈঠক আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাবেক স্বাচিব সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রহুল হক এমপিসহ বিভিন্ন পত্রিকার সংবাদিক এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতা ।
আলোচক হিসাবে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাবেক স্বাচিব সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রহুল হক এমপি বলেন বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসা সেবা আইন প্রণয়ন করেছে তা অতান্ত ভালো সিদ্ধান্ত। তিনি আরো বলেন রোগিরা যাতে সুচিকিৎসা পায় এবং চিকিৎকরা কোন রোগী দ্বাড়া আক্রান্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি কোন রোগী কোন অপরাধ করে তাহলে প্রথমে চিকিৎসক সংগঠণ গুলোকে জানানো উচিৎ এবং তাদের মাধ্যমে সমস্যা সমাধান করা যায়। যদি চিকিৎসক সংগঠন গুলো সমস্যা সমাধান করতে না পারে তাহলে আইনের আশ্রয় নেয়া যায়। তিনি আরো বলেন সারাদেশে ইন্টার্নি ডাক্তারদের আন্দোলনের ফলে সারাদেশের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়নি। তিনি ডাক্তাদের ব্যবসায়ী মনোভাব নিয়ন্ত্রণের জন্য স্বাচিব এবং বিএমএ নেতাদের প্রতি আহবান করেন। এবং চিকিৎসা প্রতিষ্ঠান গুলোতে চিকিৎসা সেবা উন্নত করা যায় সে দিকে সরকারকে নজর দিতে বলেন। অনুষ্ঠান শেষে স্বাচিব মহা-সচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ উপস্থিত সকলের নিকট “চিকিৎসা সেবা আইন -২০১৬”লিখিত মন্তব্য আহবান করেন।
পূর্ববর্তী পোস্ট