দেবহাটা ব্যুরো : ১৯৩৮ সালের ৬ ফেব্রুয়ারী সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুরে জন্মেছিলেন এক ক্ষনজন্মা পুরুষ ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার। যার নেতৃত্বে দেবহাটার মুক্তিযোদ্ধারা খুজে পেয়েছিল যুদ্ধের রনকৌশল আর যুদ্ধ জয়ের প্রশান্তি। তিনি দেশ মাতৃকার টানে এলাকার যুবকদের মুক্তিযুদ্ধে অংশগ্রহনের প্রেরনা যুগিয়েছিলেন। আর ১৯৯৩ সালের ২৩ জুলাই শিক্ষকতা করাকালীন এই মহান মানুষটি পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন। কিন্তু তিনি রেখে গেছেন তার অপরিসীম কাজের নিদর্শন। যা আজও দেবহাটা তথা সাতক্ষীরা সহ দেশের মানুষ অবগত আছেন। তিনি ছিলেন একাধারে মহান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার, বাম প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারন জনমানুষের বন্ধু। শাহজাহান মাষ্টারের নেতৃত্বেই এই অঞ্চলের যুবকেরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। ১৯৮৫ সালের প্রথম উপজেলা নির্বাচনে অংশগ্রহন করে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পরে তিনি দেবহাটার অসংখ্যা উন্নয়নমূলক কাজ করেন। দেবহাটা উপজেলা পরিষদ প্রাঙ্গনে তিনি অসংখ্যা বিভিন্ন প্রজাতিন গাছ লাগিয়েছেন। সেসময় অনেকে তার কাছে জিজ্ঞাসা করতেন, “স্যার এতো গাছ লাগিয়ে কি হবে”। উত্তরে তিনি বলতেন, “একসময় আমি থাকবোনা, কিন্তু এই গাছগুলো থাকেব”। সত্যিই তার লাগানো গাছগুলো আজও তার স্মৃতির সাক্ষী হয়ে মাথা উচু করে দাড়িয়ে আছে। তিনি সখিপুর হাইস্কুলে শিক্ষকতা করাকালীন হঠাৎ হ্নদরোগে আক্রান্ত হয়ে ১৯৯৩ সালের ২৩ জুলাই মৃত্যুবরন করেন। তার স্মৃতির প্রতি সম্মান রেখে ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির ব্যানারে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১ টায় টাউনশ্রীপুর হাইস্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির সভাপতি সাবেক অধ্যাপক আনিছুর রহমান। শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক ইউপি সদস্য আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আল-ফেরদাউস আলফা। এসময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, দেবহাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাবেক শিক্ষক আফছার আলী, টাউনশ্রীপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মরহুমের ছেলে বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, পারুলিয়া ইউপি সদস্য শহিদুল্লাহ গাজী প্রমুখ। এছাড়া কোরআনখানি, দোয়া অনুষ্ঠান ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়।
দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত
পূর্ববর্তী পোস্ট