মাহফিজুল ইসলাম আককাজ : বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপাতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। দিবসটি উদ্যাপন উপলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ জিএম আজিজুর রহমান। এসময় তিনি বলেন, ‘যদি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে বঙ্গবন্ধুর জন্ম এদেশে না হতো তাহলে এদেশ কোনদিনই স্বাধীন হতোনা। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা। এদেশের মানুষের কাছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক ও অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। তরুণ সমাজকে সত্য ও সঠিক ইতিহাস ধারণ করে দেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান করেন।’ সভাপতিত্ত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও একাডেমিক ইনচার্জ ড. এমএম নজমুল হক। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান অলোক সরকার, ছিদ্দিক আলী, বিল্পব কুমার দাস, এনামুল হাসান প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো. আবু ইউসুফ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট