দেবহাটা ব্যুরো : দেবহাটার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ রোভার গ্রুপের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টায় আইসিটি হল রুমে একাদশ ২০১৯/২০২০ শিক্ষাবর্ষে নবাগত রোভার ও গার্ল-ইন রোভার স্কাউটস সদস্যদের নিয়ে ক্লাসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্টানে কলেজের রোভার গ্রুপের সভাপতি ও জেলা রোভারের সহ- সভাপতি মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা রোভারের সাধারণ সম্পাদক ও হাজী কেয়ামউদ্দিন মোমোরিয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্জ এস এম আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. মইনুদ্দিন খান এবং কলেজের রোভার স্কাউটস লিডার প্রভাষক মো. মনিরুজ্জামান মহসিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- কলেজের রোভার স্কাউটস গ্রুপের সম্পাদক ও জেলা রোভারের কোষাধ্যক্ষ মো. আবু তালেব। সিনিয়র রোভার মেট মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোভার স্কাউটস লিডার প্রভাষক দৌলতুন্নেছা পারুল, রোভার নেতা প্রভাষক শাহজাহান কবীর, প্রভাষক মো. আমিনুর রহমান, প্রভাষক মো. আবু জাফর সিদ্দিকি সহ সিনিয়র রোভার, গার্ল- ইন রোভার প্রমুখ। প্রথমে পবিত্র কোরআান তেলাওয়াত করেন রোভার আব্দুল্লাহ এবং গীতা পাঠ করেন গার্ল- ইন রোভার শশি কলা। মুর্শিদী পাঠ করেন সিনিয়র রোভার মেহেদী হাসান।
বক্তাগণ- স্কাউটস এর প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর বিখ্যাত উক্তি ” তোমরা পৃথিবীটাকে যেমন পেয়েছো তার চেয়ে সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা করো” এ মতবাদকে লালন করে একটি অরাজনৈতিক ও বিশ্ববিখ্যাত সংগঠন রোভার স্কাউটস এর কার্যক্রমে উজ্জীবিত হয়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা পেতে যার যার এলাকা পরিচ্ছন্ন রাখা, যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে বা সেবামূলক কার্যক্রমে রোভারদের অংশগ্রহণ, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গীবাদ থেকে দূরে অবস্থানপূর্বক সঠিকভাবে লেখাপড়া করা, আদর্শ নাগরিক হয়ে পূর্বসুরীদের অনুসরণ করা, সর্বোপরি সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের রোভার স্কাউটস দল ২০১৬ ও ২০১৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে কেন্দ্রীয়ভাবে রানার্স আপ হলেও সামনে প্রেসিডেন্ট পদক প্রাপ্তির মাধ্যমে চ্যাম্পিয়ন না হতে পারার ক্ষরা কাটানোর উপর গুরুত্বারোপ করেন।