নিজস্ব প্রতিবেদক :
মাসব্যাপী জাতীয় শোক দিবস পালনের অংশ হিসাবে ০৯ আগস্ট শুক্রবার সকাল ১০ টায় জেলার ঐতিহ্যবাহী শিশু বিদ্যাপীঠ মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে “বঙ্গবন্ধুকে জানো” শীর্ষক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্জুরুল হক। বিশেষ অতিথি ছিলেন সামাজিক-সাংস্কৃতিক সংগঠক শেখ ফারুকুজ্জামান ডেভিড, বিশিষ্ট সংগীত শিল্পী ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি চৈতালি মুখার্জী। দুটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অর্ধ-শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করে। প্রতিটি বিভাগে তিনজন করে বিজয়ীসহ সকল অংশগ্রহণকারী শিশুকে পুরস্কৃত করা হয়। এছাড়া আলোচনা সভায় বক্তাগন শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়ার আহবান জানান।
শোক দিবসে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পূর্ববর্তী পোস্ট