নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নেতৃত্বে বাঁকালের উত্তর শৈলখালী খাল থেকে অবৈধ নেট পাটা অপসারণ করা হয়েছে। শুক্রবার সকালে বাঁকালের উত্তর শৈলখালী খাল অবৈধভাবে দখলদারদের হাত থেকে মুক্ত করেন। যদিও দখলদারের অনুরোধে শনিবার দুপুর পর্যন্ত সময় বেধে দিয়েছেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসী জানান, শহরের সুলতানপুর এলাকার আবু সাঈদ খান প্রভাবখাটিয়ে জোরপূর্বক উত্তর শৈলখালী খালটি দখল করে মৎস্য চাষ করে আসছিলেন। এতে করে সাতক্ষীরা মেডিকেল কলেজসহ অত্র এলাকার প্রায় শত শত বিঘা জমি ও শত শত ঘর বাড়ি বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায়। তবে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপস্থিতিতে খালটি অবমুক্ত করায় অত্র এলাকার মানুষ অনেক উপকৃত হবে বলে জানান।
সাতক্ষীরা জেলা প্রশাসকের নেতৃত্বে বাঁকালে নেট পাটা অপসারণ
পূর্ববর্তী পোস্ট