নিজস্ব প্রতিবেদক: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে তুফান কনভেনশন সেন্টারে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এড. তপন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জহির উদ্দীন মবু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, সদর থানা আওয়ামীলীগের সভাপিত এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী। বিশেষ আলোচক ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলার সভাপতি এড. আল মাহমুদ পলাশ। উপস্থিত ছিলেন আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি ও এপিপি এড. রফিকুল ইসলাম, জেলা সহ সভাপতি অধ্যাপক তপন কুমার শীল, এম এ মুহিত, মৎস্য ও প্রানি সম্পদ সম্পাদক মোখলেছুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি মাস্টার রফিকুল ইসলাম, আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি মনোরঞ্জন বন্দোপাধ্যায়, পৌর সভাপতি আসাদুজ্জামান লাভলু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কালিগঞ্জের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল কাদের, দেবহাটার সাধারণ সম্পাদক এড. নাছির উদ্দীন, কলারোয়ার সভাপতি এড. আব্দুর রহমান, আশাশুনির সভাপতি মাস্টার আবুল কালাম, সদর উপজেলার সাধারণ সম্পাদক আবুল বাশার, তালার সভাপতি হামিদুজ্জামান সুজন, সাবেক ছাত্রনেতা এড. সাহেদুজ্জামান শাহেদ, এড. প্রবীর মুখার্জী, আবুল খায়ের কচি, মিজানুর রহমান, রব হাওয়ালাদার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন ক্ষনজন্মা মহাপুরুষ। তিনি ছিলেন হিমালয়ের মত মানুষ। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেতাম না। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারাই শেখ হাসিনার উপর ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল। তারা এখনও বাংলার মাটিতে ঘুরে বেড়াচ্ছে। এসব কুচক্রী মানুষের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক ও এড. হাবিব ফেরদৌস শিমুল।
পূর্ববর্তী পোস্ট