আসাদুজ্জামান: সাতক্ষীরার শ্যামনগরে মটর সাইকেল ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল চালক নিহত ও ভ্যান চালক আহত হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে শ্যামনগর উপজেলার ইছাকুড় পানির ট্যাংকির সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত মটর সাইকেল চালকের নাম সাদেক হাজারী (২২)। সে কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামের সামছুর হাজারীর ছেলে। অপরদিকে, আহত ইঞ্জিনভ্যান চালকের নাম আবুল কালাম (৩৫)। সে শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের রুখচান গাজীর ছেলে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া জানান, কালিগঞ্জ থেকে মটর সাইকেল চালিয়ে সাদেক শ্যামনগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইছাকুড় পানির ট্যাংকির সামনে পৌঁছালে একটি ইঞ্জিনভ্যানকে পাশ কাটিয়ে অতিক্রম করার সময় মটর সাইকেল ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মটরসাইকেল চালক সাদেক ছিটকে রাস্তার পাশে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষনা করেন। এ সময় আহত হন ভ্যান চালক আবুল কালাম।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরাদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।