নিজস্ব প্রতিনিধি : জনসাধারণের সাংবিধানিক অধিকার, আইনি অধিকার নিশ্চিতে নিরন্তর কাজ করে যাচ্ছে লিগ্যাল এইড সাতক্ষীরা। তারই ধারাবাহিকতায় লিগ্যাল এইড এর কাজে নতুন জোয়ার আনতে সাতক্ষীরা জেলার পৌরমেয়র ও পৌরসভার কাউন্সিলরদের উপস্থিতিতে সোমবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা। সাতক্ষীরা জেলার মাননীয় জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান’র সভাপতিত্বতে এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান সহ লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। উক্ত মাসিক সভার নিয়মিত কার্যক্রম পরিচালনা ছাড়াও লিগ্যাল এইড কার্যক্রম কে আরো বেগবান, আরো জনসম্পৃক্ত করা এবং তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড এর বার্তা পৌঁছে দেয়ার লক্ষ্যে বিভিন্ন ইতিবাচক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানের সভাপতি, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, “লিগ্যাল এইড কার্যক্রম গরীব মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় একটি বিপ্লবের নাম আর জেলা লিগ্যাল এইড অফিস সারা জেলার মানুষের জন্য অক্সিজেন সরবরাহকারী একটি বাতায়নের নাম।” এই কার্যক্রমকে সত্যিকার অর্থেই সফল করার জন্য সকলকে নিজ নিজ ক্ষেত্র থেকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
আইনি অধিকার নিশ্চিতের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা
পূর্ববর্তী পোস্ট