বিদেশের খবর: মার্কিন ও আফগান সৈন্যদের যৌথ অভিযানে আল কায়েদার সাউথ এশিয়ান শাখার নেতা অসিম উমার নিহত হয়েছেন। ২০১৪ সালের শুরু থেকে আল কায়েদা ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের (একিউআইএস) নেতৃত্ব দিচ্ছিলেন উমার। এই অভিযানে তিনি এবং একিউআইএসের ছয় সদস্য নিহত হন। দক্ষিণ আফগানিস্তানে পরিচালিত এক অভিযানে তিনি নিহত হন। মঙ্গলবার আফগান কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। আফগান কর্মকর্তারা জানান, আফগানিস্তানে হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলায় তালেবানের এক কম্পাউন্ডে পরিচালিত এক অভিযানে অসিম উমার নিহত হয়েছেন। ২৩ সেপ্টেম্বর ওই অভিযান চালানো হয়। আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) টুইটারে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, তালেবানের সঙ্গে সম্পর্ক ছিল আল কায়েদার সাউথ এশিয়ান শাখার নেতা উমারের। কর্তৃপক্ষ জানিয়েছে, এই অপারেশন চলাকালে এক বিমান হামলায় শিশুসহ ৪০ বেসামরিক নাগরিকের নিহতের খবরগুলো তদন্ত করছে তারা।