নিজস্ব প্রতিনিধি: ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন ও আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির দাবীতে সকল জেলার কর্মচারীদের একযোগে কর্তৃপক্ষের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের লক্ষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে জেলা কৃষি অফিসের খন্দকার নাসিরুল ইসলামের সভাপতিত্বে কমিটির সভাপতি নির্বাচিত করা হয় কলারোয়া কৃষি অফিসের মোকলেছুর রহমান কে। এছাড়া কমিটির সিনিয়র সহ-সভাপতি জেলা গনপূর্ত অধিদপ্তরের এসএম জোবাইদুর রহমান, সহ-সভাপতি কলারোয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের বিল্লাল হোসেন, কলারোয়া কৃষি অফিসের কোরবান আলী, কলারোয়া কৃষি অফিসের পিযুস কুমার মন্ডল, তালা সমাজসেবা অফিসের গাজী মঞ্জুরুল ইসলাম, জেলা ইউএনও অফিসের হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক দেবহাটা পরিবার পরিকল্পনা অফিসের শফিকুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক জেলা কৃষি অফিসের খন্দকার নাসিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জেলা পরিবার পরিকল্পনা অফিসের কবিরুল ইসলাম, জেলা কৃষি অফিসের মিন্টু রহমান গাজী, জেলা কালেক্টর অফিসের কাজী শফিউল আলম, আশাশুনি মৎস্য অফিসের আরিফ বিল্লাহ, আশাশুনি সমাজসেবা অফিসের শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জেলা কৃষি অফিসের আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক কলারোয়া কৃষি অফিসের হাসমত আলী, অর্থ সম্পাদক শ্যামনগর মৎস্য অফিসের আব্দুর রউফ, মহিলা বিষয়ক সম্পাদিকা সদর ইউএনও অফিসের পারভীন আক্তার, সদর ইউএনও অফিসের রহিমা খাতুন সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।