মাহফিজুল ইসলাম আককাজ : ‘ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার অঙ্গ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা দিবা নৈশ কলেজের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে সাতক্ষীরা দিবা নৈশ কলেজের অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের সুনাগরিক হিসেবে নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের সব সময় মনে রাখতে হবে লেখা পড়া শিখে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। আগামী দিনে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে তোমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা দিবা নৈশ কলেজ পরিচালনা পরিষদের সদস্য শেখ নুরুল হক, কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান, অধ্যাপক মো. মাহবুবর রহমান, অধ্যাপক মোস্তাক আহম্মেদ ও ছাত্রদের মধ্যে মিহির কুমার দে প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের শিক্ষক তৈয়েব হাসান।
পূর্ববর্তী পোস্ট