প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় মরিয়ম আক্তার (০৫) নামে এক এতিম শিশু মারাত্মকভাবে আহত হয়েছে। রবিবার বিকাল সাড়ে তিনটার সময় সাতক্ষীরার বাইপাস সড়কের বাকাঁল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত মরিয়ম আক্তার আশাশুনি উপজেলার আনুলিয়া গ্রামের মৃত হাবিব হোসেন ও লাইলী খাতুনের একমাত্র মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা পুলিশ বাইপাস সড়কের দু-ধারে গাছ লাগানোর ফলে গৃহপালিত পশু যাতে গাছের কোনপ্রকার ক্ষতি না করে তার জন্যে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। এজন্য বাঁকাল এলাকার আবুল রাইচ মিলের শ্রমিক লাইলি খাতুনের মেয়ে মরিয়ম একই মিলের কর্মচারী আব্দুল কাদেরের সাথে বাইপাস সড়কে গৃহপালিত পশু ছাগল তাড়াতে আসে মরিয়ম আক্তার। একপর্যায়ে মরিয়ম আক্তার বাইপাস সড়ক পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর ভাবে আহত হয় সে। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কোন ডাক্তারকে না পেয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসে। তবে মরিয়মের অবস্থা আশস্কাজনক। তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্যে মরিয়মকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা বলে জানান আহত মরিয়মের মা লাইলি খাতুন।
এসময় তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার মেয়ের পা’র বিভিন্ন অংশ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না বলে জানিয়েছেন ডাক্তাররা। তবে উন্নত চিকিৎসার জন্যে তাকে দ্রুত খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে আমার মেয়ের চিকিৎসা অনেক ব্যয়বহুল বলে জানিয়েছেন ডাক্তাররা। আমার বিয়ের কিছু বছর পরে মরিয়মের আব্বু ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছে। স্বামীর মতো নিজের মেয়েকে হারাতে চাই না আমি। ডাক্তাররা মরিয়মকে খুলনাতে নিয়ে যাওয়ার কথা বললেও টাকার অভাবে খুলনাতে নিয়ে যেতেও পারছি না। তবে সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে আমার মেয়েকে বাঁচানো সম্ভব। সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ নাম্বার (০১৯৬০০৭৫৭৩৪) যোগাযোগের জন্যে মেয়ের নানীর নাম্বার: (০১৯৬৮৮৫৬৪৩৬)।