নিজস্ব প্রতিনিধি : জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস-১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটি, আল-আওন, ইডেন ব্লাড গ্র“পের সহযোগিতায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস-১৯ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: শেখ আবু শাহীন। এসময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা: মো: আসাদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার মো: জাহাঙ্গীর হোসেন, সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি ডা: মো: এস এম ইসরাইল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জেমস, শেখ কামরুল ইসলাম, মহিবুল্লাহ সরদার, আল-আওন’র ডা: মো: আ: সামাদ, ইডেন ব্লাড গ্র“পের সভাপতি টিপু সুলতান। উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান করেন সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য মো: আ: রউফ খোকন (ও নেগেটিভ) প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি সিভিল সার্জন অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।