নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বে-সরকারি সংস্থা প্রদীপন এবং ইন্টারন্যাশন্যাল আলু সেন্টারের উদ্যোগে কৃষকদের মাঝে উন্নত জাতের লবণ সহিষ্ণু বারী আলু ৭২ এবং ৭৮ জাতের বীজ বিতরণ করা হয়। জার্মান সরকারের অর্থায়নে সোমবার দুপুরে বে-সরকারী সংস্থা প্রদীপন তালা শাখা থেকে ১৩০ জন কৃষকদের মাঝে ২৫ কেজি করে আলুর বীজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ। প্রদীপন সংস্থার প্রজেক্ট অফিসার দূর্গাপদ সরকার, ফিল্ড ম্যানেজার জয়ন্ত দেবনাথ এবং সিএনএস এর কর্মকর্তারা।