দেবহাটা ব্যুরো : দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নব নির্বাচিত উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা শুভেচ্ছা ও মত বিনিময় করেছেন। সোমবার সন্ধা ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে শুভেচ্ছা ও মত বিনিময় করেন নব-নির্বাচিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত ছিলেন সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামীলীগের কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, আরশাদ আলী, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর,কে বাপ্পা, যুগ্ন-সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে,এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যপক ইয়াছিন আলী, এমএ মামুন, মোসলেম আলী, আব্দুল আলিম মিঠু, সাংবাদিক নাসির উদ্দীন, আরিফুল ইসলাম সহ প্রেসক্লাব ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।